Skip to main content

দুধ না দেওয়া পশুর কুরবানী কি সঠিক হবে ?



 দুধ না দেওয়া পশুর কুরবানী কি সঠিক হবে ?

👉এ সম্পর্কে ভিডিও দেখার জন্য ইউটিউবে চলুন


প্রশ্ন নং: 612969

শিরোনাম: দুধ না দেওয়া পশুর কোরবানি কি সঠিক হবে ?

প্রশ্নঃ ছাগল, গরু, মহিষ ইত্যাদি পশু যদি প্রথম থেকেই দুধ না দেয় বা পরে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এমন পশুর কুরবানী কি জায়েয হবে ? এর ব্যাখ্যাসহ উত্তর পাঠালে উপকৃত হব ।

(ফতোয়া: 1140-518/ বি-মুলহাকা= 12/1443 )

উত্তর:

দুধ না দেওয়া পশুর কোরবানি জায়েজ, এটি এমন কোন দোষ নয়, যা কুরবানী করণে প্রতিবন্ধক হবে ।

(আর আল্লাহই ভালো জানেন)

দারুল-ইফতা, দারুল উলূম দেওবন্দ

আসল ফতুয়ার স্ক্রিণশট 👇


আরও ফতুয়া দেখার জন্য পেজে যান 



Comments

  1. এই ওয়েবসাইটটি আমার নিতান্তই পসন্দ হয়েছে। কারণ, এর দ্বারা আমরা অনেকেই দারুল উলূম দেওবন্দের ফতোয়াগুলোর বাংলা অনুবাদ পড়তে পারব, যা আমাদের জন্য অতিশয় উপকারী। আল্লাহ তায়ালা এর উত্তম ফল অবশ্যই দিবেন ইনশাআল্লাহ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

তানযীম ইসলাহুল মুসলিমীন কী

তানযীম ইসলাহুল মুসলিমীন কী ?    ''তানযীম ইসলাহুল মুসলিমীন''  হলো দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম  হযরত মুফতী রাশিদ আযমী সাহেব হাফিযাহুল্লাহ  এর অভিভাবকত্বে এবং  হযরত মাওলানা আব্দুর রশীদ লক্ষীপূরী কাসেমী সাহেব হাফিযাহুল্লাহ  এর সভাপতিত্বে পরিচালিত সামাজিক কু-সংস্কার দূরীকরণের এক দ্বীনী অভিযানের নাম ।  বাতেল ও মিথ্যার বিরুদ্ধে এবং সমাজের অকল্যাণ ও বিস্বাদ পরিবেশের প্রতিকূলে 7/10/2019 সালের সোমবারে এই অভিযানের সূচনা হয়।  এই অভিযানের মূল লক্ষ্য হলো অগাধ জলে পড়া হীরে-মনুষত্বকে ফিরিয়ে আনা, দেখিয়ে দেওয়া মানুষকে আল্লাহ-রাসূল ও জান্নাতের পথ । আর এই পথের শত্রু সম্পর্কে মানব জাতিকে সতর্ক করা এবং বিপথচারিতার সাগরে পতিত হওয়া থেকে আল্লাহর প্রিয় সৃষ্টি প্রিয় মানুষকে বিরত রাখাই হলো এই অভিযানের মুখ্য উদ্দেশ্য ।  

তানযীম ইসলাহুল মুসলিমীনের বিভাগসমূহের জিম্মাদারবৃন্দ

  তানযীম ইসলাহুল মুসলিমীনের বিভাগসমূহের জিম্মাদারবৃন্দ তানযীম  ইসলাহুল মুসলিমীনের ১০ টি বিভাগ আর সেই দশ বিভাগের জিম্মাদারবৃন্দের নাম -  দশ জিম্মাদারবৃন্দঃ   ১।  মাওলানা আব্দুর রশীদ লক্ষীপূরী কাসেমী সাহেব  ( সদর তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর তাহাফ্ফুযে খতমে নবুয়ত, নায়েব সদর  রদ্দে শীয়িয়ত ও ইসলাহে মুআশারা, নাযিম  রদ্দে গায়ের মুকাল্লিদিয়ত ) ২।  হাফিয  মাওলানা মুফতী সুলাইমান হক কাসেমী সাহেব ( নায়েব সদর তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে গায়ের মুকাল্লিদিয়ত , নায়েব সদর  তাহাফ্ফুযে খতমে নবুয়ত ও রদ্দে আহলে কুরআন , নাযিম  রদ্দে ঈসায়িয়ত   ) ৩।  মাওলানা আব্দুল ওয়াদূদ কাসেমী সাহেব ( নাযিম তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে আহলে কুরআন,  নায়েব সদর রদ্দে মওদূদিয়ত ও  তাহাফ্ফুযে সুন্নতে নববী, নায়েব  নাযিম  ইসলাহে মুআশারা  ) ৪। মাওলানা আবু বকর সিদ্দীক কাসেমী সাহেব ( নায়েব নাযিম তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে মওদূদিয়ত , নায়েব সদর রদ্দে বেরেলবিয়ত, নাযিম  রদ্দে শী...