Skip to main content

তানযীম ইসলাহুল মুসলিমীন কী


তানযীম ইসলাহুল মুসলিমীন কী ?

   ''তানযীম ইসলাহুল মুসলিমীন'' হলো দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম হযরত মুফতী রাশিদ আযমী সাহেব হাফিযাহুল্লাহ এর অভিভাবকত্বে এবং হযরত মাওলানা আব্দুর রশীদ লক্ষীপূরী কাসেমী সাহেব হাফিযাহুল্লাহ এর সভাপতিত্বে পরিচালিত সামাজিক কু-সংস্কার দূরীকরণের এক দ্বীনী অভিযানের নাম । বাতেল ও মিথ্যার বিরুদ্ধে এবং সমাজের অকল্যাণ ও বিস্বাদ পরিবেশের প্রতিকূলে 7/10/2019 সালের সোমবারে এই অভিযানের সূচনা হয়। এই অভিযানের মূল লক্ষ্য হলো অগাধ জলে পড়া হীরে-মনুষত্বকে ফিরিয়ে আনা, দেখিয়ে দেওয়া মানুষকে আল্লাহ-রাসূল ও জান্নাতের পথ । আর এই পথের শত্রু সম্পর্কে মানব জাতিকে সতর্ক করা এবং বিপথচারিতার সাগরে পতিত হওয়া থেকে আল্লাহর প্রিয় সৃষ্টি প্রিয় মানুষকে বিরত রাখাই হলো এই অভিযানের মুখ্য উদ্দেশ্য ।

 

Comments

Popular posts from this blog

দুধ না দেওয়া পশুর কুরবানী কি সঠিক হবে ?

  দুধ না দেওয়া পশুর কুরবানী কি সঠিক হবে ? 👉এ সম্পর্কে ভিডিও দেখার জন্য ইউটিউবে চলুন প্রশ্ন নং: 612969 শিরোনাম: দুধ না দেওয়া পশুর কোরবানি কি সঠিক হবে ? প্রশ্নঃ ছাগল, গরু, মহিষ ইত্যাদি পশু যদি প্রথম থেকেই দুধ না দেয় বা পরে দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাহলে এমন পশুর কুরবানী কি জায়েয হবে ? এর ব্যাখ্যাসহ উত্তর পাঠালে উপকৃত হব । (ফতোয়া: 1140-518/ বি-মুলহাকা= 12/1443 ) উত্তর: দুধ না দেওয়া পশুর কোরবানি জায়েজ, এটি এমন কোন দোষ নয়, যা কুরবানী করণে প্রতিবন্ধক হবে । (আর আল্লাহই ভালো জানেন) দারুল-ইফতা,  দারুল উলূম দেওবন্দ আসল ফতুয়ার স্ক্রিণশট 👇 আরও ফতুয়া দেখার জন্য পেজে যান 

তানযীম ইসলাহুল মুসলিমীনের বিভাগসমূহের জিম্মাদারবৃন্দ

  তানযীম ইসলাহুল মুসলিমীনের বিভাগসমূহের জিম্মাদারবৃন্দ তানযীম  ইসলাহুল মুসলিমীনের ১০ টি বিভাগ আর সেই দশ বিভাগের জিম্মাদারবৃন্দের নাম -  দশ জিম্মাদারবৃন্দঃ   ১।  মাওলানা আব্দুর রশীদ লক্ষীপূরী কাসেমী সাহেব  ( সদর তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর তাহাফ্ফুযে খতমে নবুয়ত, নায়েব সদর  রদ্দে শীয়িয়ত ও ইসলাহে মুআশারা, নাযিম  রদ্দে গায়ের মুকাল্লিদিয়ত ) ২।  হাফিয  মাওলানা মুফতী সুলাইমান হক কাসেমী সাহেব ( নায়েব সদর তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে গায়ের মুকাল্লিদিয়ত , নায়েব সদর  তাহাফ্ফুযে খতমে নবুয়ত ও রদ্দে আহলে কুরআন , নাযিম  রদ্দে ঈসায়িয়ত   ) ৩।  মাওলানা আব্দুল ওয়াদূদ কাসেমী সাহেব ( নাযিম তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে আহলে কুরআন,  নায়েব সদর রদ্দে মওদূদিয়ত ও  তাহাফ্ফুযে সুন্নতে নববী, নায়েব  নাযিম  ইসলাহে মুআশারা  ) ৪। মাওলানা আবু বকর সিদ্দীক কাসেমী সাহেব ( নায়েব নাযিম তানযীম ইসলাহুল মুসলিমীন, সদর  রদ্দে মওদূদিয়ত , নায়েব সদর রদ্দে বেরেলবিয়ত, নাযিম  রদ্দে শী...