তানযীম ইসলাহুল মুসলিমীন কী ?
''তানযীম ইসলাহুল মুসলিমীন'' হলো দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ও নায়েবে মুহতামিম হযরত মুফতী রাশিদ আযমী সাহেব হাফিযাহুল্লাহ এর অভিভাবকত্বে এবং হযরত মাওলানা আব্দুর রশীদ লক্ষীপূরী কাসেমী সাহেব হাফিযাহুল্লাহ এর সভাপতিত্বে পরিচালিত সামাজিক কু-সংস্কার দূরীকরণের এক দ্বীনী অভিযানের নাম । বাতেল ও মিথ্যার বিরুদ্ধে এবং সমাজের অকল্যাণ ও বিস্বাদ পরিবেশের প্রতিকূলে 7/10/2019 সালের সোমবারে এই অভিযানের সূচনা হয়। এই অভিযানের মূল লক্ষ্য হলো অগাধ জলে পড়া হীরে-মনুষত্বকে ফিরিয়ে আনা, দেখিয়ে দেওয়া মানুষকে আল্লাহ-রাসূল ও জান্নাতের পথ । আর এই পথের শত্রু সম্পর্কে মানব জাতিকে সতর্ক করা এবং বিপথচারিতার সাগরে পতিত হওয়া থেকে আল্লাহর প্রিয় সৃষ্টি প্রিয় মানুষকে বিরত রাখাই হলো এই অভিযানের মুখ্য উদ্দেশ্য ।
Comments
Post a Comment